ওয়ারেন্টি পলিসি
Sayed
Last Update এক বছর আগে
১। প্রত্যেকটা প্রোডাক্ট এর বর্ননায় প্রডাক্ট এর ওয়ারেন্টি লিখা থাকবে।
২। ৭ দিনের ওয়ারেন্টি প্রযোয্য হবে অর্ডার এর দিন থেকে ৭ দিন গননা হবে।
৩। ৭ দিনের ওয়ারেন্টি প্রধানত দেয়া হয় ম্যানুফ্যাকচারিং বা ডেলিভারি করার সময় ত্রুটিপূর্ণ পন্য এর জন্য।
৪। অন্যন্য ওয়ারেন্টি এর জন্য পন্যের বর্ননায় সময় লিখা থাকবে।
৫। উভয় ক্ষেত্রেই কোন ত্রুটিপুর্ণ পন্য হলে বা সমস্যা দেখা দিলে রিটার্ণ পলিসি মেনে রিটার্ন করতে হবে।